ক্যান্সারে ইবি ছাত্রের মৃত্যু

 

ইবি প্রতিনিধি: কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যবস্থাপনা বিভাগের শাহজাহান মোল্লা নামের এক ছাত্রের নাম মৃত্যু হয়েছে। ওই ছাত্রের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার নীরের চর গ্রামে। পিতার নাম আব্দুল হালিম মোল্লা। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের ছাত্র।

পরিবার ও সহপাঠী সূত্রে জানা যায়, শাহজাহান মোল্লা প্রায় দেড় বছর ধরে কোলন ক্যান্সারে ভুগছিলেন। গত শুক্রবার রাত সোয়া আটটার দিকে বাসায় তার মৃত্যু হয়। গতকাল শনিবার বিকেলে তার গ্রামের বাড়িতে দাফন কাজ সম্পন্ন হয়। শাহজাহান মোল্লা ৬ ভাই ও ৪ বোনের মধ্যে সবার ছোট ছিলেন।

শাহজাহান মোল্লার মৃত্যুতে ব্যবস্থাপনা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার, উপউপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আফজাল হোসেন শোক প্রকাশ করছেন। গতকাল শনিবার দুপুরে পৃথক পৃথক প্রেসবার্তার মাধ্যমে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।