দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা সদরের গার্লস স্কুল মার্কেটের সাবিত সু কর্নারে দিনদুপুরে অভিনব কায়দায় চুরি সংঘটিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে দোকানের ক্যাশবাক্সের তালা ভেঙে চোরচক্র প্রায় ৩ হাজার টাকা হাতিয়ে নিয়ে চম্পট দেয়। সাবিত সু কর্নারের মালিক ক্ষতিগ্রস্ত আনোয়ার হোসেন চুরির ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, দোকানের কর্মচারী শিমুলকে (১২) দোকানে রেখে দুপুর ১টার দিকে আমি উপজেলা মসজিদে জুম্মার নামাজ পড়তে যাই। নামাজ শেষে আমি যখন দোকানের কাছাকাছি পৌঁছায় তখন আমার দোকানের সামনে থেকে রেইনকোর্ট পরিহিত দুজন ডিসকভার মোটরসাইকেলে চেপে চুয়াডাঙ্গা অভিমুখে রওনা হয়। দোকানের মধ্যে ঢুকেই দেখি ক্যাশবাক্সের তালা ভাঙা। আমার মনে হয় ওদের কাছে স্ক্রুড্রাইভার ছিলো। তা দিয়েই ক্যাশবাক্স ভেঙে ৩ হাজার টাকা চুরি করে সটকে পড়ে। রেইনকোর্ট পরা থাকায় আমি ওদের পেছন থেকে চিনতে পারিনি।