কোবানেতে ২৪ ঘণ্টায় ১২০ কুর্দিকে হত্যা করেছে আইএস

 

মাথাভাঙ্গা মনিটর: ইসলামী স্টেট জঙ্গিরা সিরিয়ার কুর্দি শহর কোবানেতে প্রবেশ করার ২৪ ঘণ্টার মধ্যে অন্তত ১২০ জন বেসামরিক কুর্দি নাগরিককে হত্যা করেছে বলে গতকাল শুক্রবার জানিয়েছে মনিটরিং গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। লন্ডন ভিত্তিক সংস্থাটির পরিচালক রামি আবদেল রহমান বলেন, হাসপাতাল ও কোবানের স্থানীয় সূত্রগুলো ১২০ জন বেসামরিক নাগরিককে হত্যার কথা জানিয়েছে। তিনি এটাকে সিরিয়ায় মারাত্মক হত্যাযজ্ঞগুলোর অন্যতম ঘটনা হিসেবে অভিহিত করেন। সংস্থা জানায়, এছাড়া আইএস গোষ্ঠী বৃহস্পতিবার তুর্কি সীমান্তবর্তী কোবানের একটি গ্রামে অপর ২৬ বেসামরিক নাগরিককে হত্যা করেছে।