নতুন সেনা প্রধানের কাছে দায়িত্ব হস্তান্তর

স্টাফ রিপোর্টার: নতুন সেনা প্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের কাছে দায়িত্বভার হস্তান্তর করেন বিদায়ী সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া। গতকাল বৃহস্পতিবার দুপুর বেলা সাড়ে ১২টার দিকে সেনা সদর দফতরে নতুন সেনা প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। এ সময় সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সড়কের দু পাশে কর্মকর্তারা তাকে শুভেচ্ছা জানান। ইকবাল করিম বলেন, গণমাধ্যম আমাদের বান্ধব ছিলো। এ গণমাধ্যম অতীতে আমাদের সাথে ছিলো, এখনো আছে, ভবিষতেও থাকবে। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে বিদায়ী সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল পৌনে ১০টায় সেনাকুঞ্জে বিদায়ী সেনাপ্রধানকে গার্ড অব অনার প্রদান করা হয়। গত ১০ জুন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু বকর ছিদ্দিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে সেনাবাহিনীর বিএ-১৭৩৮ লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হককে ২৫ জুন অপরাহ্নে জেনারেল পদে পদোন্নতি প্রদান পূর্বক চিফ অব স্টাফ অব দ্য ডিফেন্স সার্ভিস অর্ডার-১৯৮১ অনুসারে ২০১৮ সালের ২৫ জুন অপরাহ্ন পর্যন্ত তিন বছরের জন্য সেনাবাহিনী প্রধান পদে নিয়োগ দেয়া হলো। বর্তমান সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া আজ (বৃহস্পতিবার) অবসরে যাবেন।