আর্জেন্টিনা দলে একজন ক্রেসপো বা বাতিস্তুতার অভাব

মাথাভাঙ্গা মনিটর: লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, গনসালো হিগুয়াইন, কার্লোস তেভেস-আর্জেন্টিনার আক্রমণভাগ এত তারকায় ভরা। তবু একটা অভাব বোধ করছেন দলটির মিডফিল্ডার আনহেল দি মারিয়া। বাতাসে শক্তিশালী হের্নান ক্রেসপো বা সুযোগসন্ধানী স্ট্রাইকার গাব্রিয়েল বাতিস্তুতার মতো দলে কেউ নেই। ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার দি মারিয়া মনে করেন, হেড থেকে গোল করার মতো ভালো কোনো স্ট্রাইকার এখন আর্জেন্টিনা দলে নেই। আর এ কারণেই রক্ষণে অনমনীয় দলগুলোর বিপক্ষে জয় পাওয়া আর্জেন্টিনার জন্য কষ্টসাধ্য হয়ে যায়।

কোপা আমেরিকার গ্রুপ পর্বের তিন ম্যাচের প্রথমটিতে প্যারাগুয়ের বিপক্ষে ২-২ গোলে ড্র করে আর্জেন্টিনা। পরের দুম্যাচে উরুগুয়ে ও জ্যামাইকার বিপক্ষে একমাত্র গোলে জয় পায় তারা। চিলির ভিনা দেল মারে বাংলাদেশ সময় শনিবার ভোর সাড়ে পাঁচটায় কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার-ফাইনাল খেলবে লিওনেল মেসির দল। তবে তার আগে গ্রুপ পর্যায়ের এ পারফরম্যান্সের জন্য সমালোচনাও হচ্ছে আর্জেন্টিনা দলের। গত বুধবার সাংবাদিকদের সাথে বিষয়টি নিয়ে কথা বলতে হয় দি মারিয়াকে। এ কথা বলার সময়েই ডি মারিয়া পূর্বসূরি ক্রেসপো আর বাতিস্তুতার প্রশংসা করেন। ক্রেসপো অথবা বাতি (বাতিস্তুতা) যখন মাঝে ছিলো, আপনি তখন তাদের হেডের জন্য বল দিতে পারতেন। আমরা খাটো, আমরা যদি গ্রাউন্ডে খেলতে না পারি তাহলে বিষয়গুলো জটিল হয়ে যায়। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দি মারিয়া সমালোচনার উত্তরও দেন।  জনগণ ও সাংবাদিক অনেক কথা বলে। কিন্তু (রক্ষণে) দশ জন নিয়ে নামা প্রতিপক্ষের বিপক্ষে খেলাটা এতো সহজ নয়।