হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়ে আজ মাঠে নামছে টাইগাররা

স্টাফ রিপোর্টার: ভারতীয় পত্রপত্রিকা জানাচ্ছে, সে দেশের ড্রেসিংরুমে নাকি খুব মতানৈক্য চলছে। অবশ্য ভারতের মুখপাত্র হয়ে সংবাদ সম্মেলনে আসা দলটির অন্যতম সেরা বক্তা রবিচন্দন অশ্বিন এ কথা একেবারেই উড়িয়ে দিলেন। অশ্বিন অনেক কিছুই উড়িয়ে দিতে চাইলেন- তারা তেঁতে গেছেন, তারা বিপাকে আছেন। তবে একটা কথা পরিষ্কার করে বললেন- এখন ‘হোয়াইট ওয়াশ’ এড়ানোটাই তাদের আসল ভাবনা!

হ্যাঁ, এ ৩-০ ব্যবধানে সিরিজ হার এড়াতেই আজ বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে খেলতে নামবে ভারত। বিপরীতে বাংলাদেশ নামবে অনন্য অভিজ্ঞতা সম্বল করে। আজ তাদের পরিকল্পনা, ভারতের মতো বিশ্বের অন্যতম সেরা ওয়ানডে দলকে আরও একবার বলে-কয়ে হারিয়ে আরও একটা পালক মুকুটে যোগ করা। এ পরস্পর বিরোধী চাওয়া নিয়ে আজ দুপুর তিনটে থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের ও ভারতের চলতি সফরের শেষ ম্যাচ খেলতে নামবে দুদল। খেলায় দুদলেরই আজ ‘কমন’ শত্রু হয়ে উঠতে পারে বৃষ্টি। আগের দুম্যাচেই বেশ খানিকটা করে বৃষ্টি বাগড়া দিলেও খেলা পণ্ড হয়নি। গতকাল সারাদিনই মিরপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। আবহাওয়ার পূর্বাভাষ বলছে, আজও বৃষ্টির সম্ভাবনা আছে। সে ক্ষেত্রে প্রথমবারের মতো রিজার্ভ ডে ব্যবহার হতে পারে এ সিরিজে।

বৃষ্টি বাদ দিলে এ ম্যাচে বাংলাদেশের ভাবনার কিছুই নেই। ইতোমধ্যে তাদের যা অর্জনের তা হয়ে গেছে। ভারতকে সিরিজ হারানো হয়েছে, র্যাংকিংয়ে বড় উন্নতি হয়েছে এবং চ্যাম্পিয়নস ট্রফি খেলা নিশ্চিত হয়েছে। তারপরও বাংলাদেশ দল আজ পুরো শক্তি নিয়ে জয়ের জন্য মরিয়া চেষ্টা করতেই মাঠে নামবে বলে দলের প্রতিনিধি নাসির হোসেন জানালেন। তাদের ভাবনাটা এরকম, ‘আমরা নিজেদের মধ্যে কথা বলেছি। আমরা বলেছি, দুই ম্যাচ হেরে গেলে তৃতীয় ম্যাচে আমরা যেমন মরিয়া থাকতাম, এ ক্ষেত্রেও তাই-ই থাকবো। জয় ছাড়া কিছু ভাবছি না।’