স্টাফ রিপোর্টার: ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগের দিন হঠাৎ করেই বাংলাদেশের স্কোয়াডে এসেছেন জুবায়ের হোসেন। এ লেগ স্পিনারকে নিয়ে বাংলাদেশ দল হলো ১৫ জনের। গতকাল মঙ্গলবার দলের সাথে অনুশীলন করেছেন জুবায়ের। সেন্টার উইকেটে বোলিং কোচ হিথ স্ট্রিক ও স্পিন কোচ রুয়ান কালপাগের সামনে বোলিং করেছেন অনেকক্ষণ। তখনও বোঝা যায়নি দলে আনা হচ্ছে জুবায়েরকে।
অনুশীলনের শেষ দিকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জুবায়েরকে দলে নেয়ার খবর জানায় বিসিবি। প্রধান নির্বাচক ফারুক আহমেদ জানান, টিম ম্যানেজমেন্টের চাওয়াতেই দলে ডাক পেয়েছেন জুবায়ের। টিম ম্যানেজমেন্ট থেকে আমরা অনুরোধ পেয়েছি জুবায়েরকে দলে ডাকতে। শেষ ম্যাচের জন্য বোলিঙে বিকল্প একটু বাড়াতে চায় টিম ম্যানেজমেন্ট। আপনারা জানেন, টিম ম্যানেজমেন্ট কোনো অনুরোধ করলে আমরা রাখার চেষ্টা করি। গত বছরের শেষ দিকে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের মতো ওয়ানডেতেও অভিষেক হয় জুবায়েরের। ওয়ানডেতে ২ ম্যাচে নিয়েছিলেন ৪ উইকেট। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে একমাত্র টেস্টেও নজর কেড়েছিলেন দারুণ বোলিং করে।