জীবননগরে বিকাশ অ্যাকাউন্ট থেকে প্রতারক কৌশলে হাতিয়ে নিলো টাকা

জীবননগর ব্যুরো: জীবননগর থেকে ঢাকায় অবস্থিত বোনের কাছে বিকাশের মাধ্যমে পাঠানো টাকা কৌশলে হাতিয়ে নিয়েছে প্রতারক। ফিরতি এসএমএসের মাধ্যমে প্রায় ৯ হাজার টাকা হাতিয়ে নেয়া হয়। গত সোমবার রাতে ০১৮২৮-২৪৬১৮৯ নম্বর মোবাইলের মাধ্যমে প্রতারক এ টাকা হাতিয়ে নেয়।

অভিযাগে জানা যায়, জীবননগর শহরের বিশিষ্ট জুয়েলারি ব্যবসায়ী শতরুপা জুয়েলার্সের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম ঢাকায় অবস্থানরত তার মেয়ের নিকট বিকাশের মাধ্যমে ৫ হাজার ৯শ পাঠানোর জন্য তার ছেলে শাফায়েত হোসেন চঞ্চলের নিকট দেন। গত সোমবার সন্ধ্যায় এ টাকা বিকাশ করার জন্য চঞ্চল বাসস্ট্যান্ডে আলী ফোন ফ্যাক্সে আসে। সেখান থেকে তিনি তার বোনের নিকট ওই টাকা বিকাশ করেন। কিছুক্ষণ পর ওই মোবাইলফোনে যোগাযোগ করে বলা হয় আপা ভুল করে টাকা ডবল পাঠানো হয়ে গেছে। এখন যদি আপনি আমার টাকাতে ফেরত দেন তাহলে উপকার হয়। প্রতারক এ সময় তাকে কীভাবে এসএমএসের মাধমে টাকাটা পাঠানো যাবে তার বিস্তারিত তাকে শিখিয়ে দেয়। শিখিয়ে দেয়া মতে প্রতারকের ০১৮২৮-২৪৬১৮৯ নম্বরে এসএমএস করতে পিতার পাঠানো ৫ হাজার ৮শ টাকার সাথে অ্যাকাউন্টে পূর্বের ৩ হাজার টাকাও প্রতারকের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায়। পরে তিনি বিকাশ এজেন্টের নিকট গিয়ে টাকা তুলতে গেলে প্রতারণার বিষয়টি টের পান।