সরোজগঞ্জ বোয়ালিয়ার মধ্যরাতে আগ্নিকাণ্ড : ধরিয়ে দেয়ার অভিযোগ

 

স্টা রিপোটার: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বোয়ালিয়ার মাঝের পাড়ার রাজ্জাকের বাড়িতে গতপরশু রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে যায় ঘরে থাকা মালামাল। গত রোববার রাতে কয়েকজন দুর্বৃত্ত ঘরে আগুন ধরিয়ে পালিয়ে যায় বলে গৃহকর্তার অভিযোগ।

জানা গেছে, গত রোববার রাত ২টার দিকে সরোজগঞ্জ বোয়ালিয়া গ্রামের মৃত মোজাম আলীর ছেলে রাজ্জাকের বাড়ির একটি ঘরে আগুন ধরে। এ সময় পরিবারে সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেয়া হয় ফায়ার স্টেশনে। চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেন। তার আগেই ঘরে থাকা মালামালের অংশ পুড়ে যায়। আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেছেন, জমিজমা নিয়ে যাদের সাথে বিরোধ রয়েছে তারাই বাড়িতে আগুন দিয়েছে।