মাথাভাঙ্গা মনিটর: ব্রিটেনের সবচেয়ে মোটা মানুষটি মারা গেছেন। গত রোববার মাত্র ৩৩ বছর বয়সে ওজনজনিত শারীরিক সমস্যাতেই কার্ল থমসন মারা যান। কার্লের ওজন ছিলো প্রায় ৪১৩ কেজি। মাত্রাতিরিক্ত ওজনের কারণে এক বছর ধরে কার্ল বাইরে বের হওয়া বা হাঁটাচলা করতে পারতেন না। নিজে গোসল করাও অসম্ভব ছিলো তার জন্য। এ এক বছরেই কার্লের ওজন ১৯০ কেজি থেকে বেড়ে ৪১৩ কেজি হয়। চিকিৎসক কার্লের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার পর ঘরের ঝুল বারান্দা ভেঙে মরদেহ বের করা হয়।
ছোটবেলা থেকেই খাবারের সাথে অস্বাভাবিক প্রেম ছিলো কার্লের। এমনকি রাতে সবাই ঘুমিয়ে গেলে চুপি চুপি ফ্রিজ খুলে খাবার বের করে খেতেন তিনি। সময়ের সাথে সাথে এ প্রবণতা আরও বেড়ে যায়। ২০১২ সালে ক্যানসারে মায়ের মৃত্যুর পর খাবারকেই সান্ত্বনা হিসেবে গ্রহণ করেন কার্ল। তার পরিণতিতে দ্রুত ওজন বাড়তে বাড়তে এক সময় গৃহবন্দি হয়ে পড়া। এতোদিন অসমর্থ ও প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ সরকারি ভাতায় জীবনধারণ করেছেন কার্ল। তাকে সেবা দেয়ার জন্য কাজ করতেন কয়েকজন পরিচারক। তবে চিকিৎসকরা আগেই তাকে জানিয়েছিলেন, ওজন না কমালে মৃত্যু অবধারিত।