দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় পুলিশের হাতে আটক রনি মণ্ডল (২৪) নামের এক গাঁজা বিক্রেতার এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত গাঁজা বিক্রেতা উপজেলার দর্শনা শ্যামপুর গ্রামের আব্দার আলী মণ্ডলের ছেলে। পুলিশ জানায়, গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার এসআই কাজী আবু কাইয়ুম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার দর্শনা শ্যামপুরস্থ বসতবাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্ত রনিকে ২শ গ্রাম গাঁজাসহ আটক করেন। পরে সকাল সাড়ে ১১টার দিকে তাকে গাঁজাসহ দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নেয়া হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার অভিযুক্ত গাঁজা বিক্রেতা রনি মণ্ডলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০’র ১৯ (১)’র ৭ (ক) ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। দামুড়হুদা নির্বাহী অফিসারের সিএ ফয়জুল ইসলাম, উপজেলা আইসিটি টেকনিশিয়ান খাইরুল কবির দিনার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহায়তা করেন।