মুজিবনগর থানার ওসির নামে কনস্টেবলের কাছ থেকে ৩৬ হাজার টাকা হাতিয়ে নিলো প্রতারক

 

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর থানার ওসির নামে প্রতারণা করে একই থানার এক কনস্টেবলের কাছ থেকে ৩৬ টাকার টাকা হাতিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। গতাকাল রোববার দুপুরে ওই কনস্টেবল মোবাইলে বিকাশ এজেন্সির মাধ্যমে টাকা পাঠানোর পর বিষয়টি ধরা পড়ে।

জানা গেছে, মুজিবনগর থানার কনস্টেবল নজরুল ইসলামের (২৩৮) মোবাইলে রোববার দুপুরের দিকে ০১৭২৯-৭৭৯৫২১ নম্বর ফোন করে অজ্ঞাত এক ব্যক্তি মুজিবনগর থানার ওসির পরিচয় দেন। স্ত্রী সড়ক দুর্ঘটনায় আহত তাই চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে তার কাছে ৩৫ হাজার টাকা ধার চান ওসি পরিচয় দেয়া ওই ব্যক্তি। এ সময় কনস্টেবল নজরুল ইসলাম থানায় নিজ কক্ষে ছিলেন। ওসি ছিলেন তার নিজ কক্ষে। ওই নম্বরের মালিক আদৌ তার থানার ওসি কি-না এসব পরিষ্কার না হয়েই টাকা দিতে মরিয়া হয়ে ওঠেন নজরুল। তিনি থানার কাউকে কিছু না বলে সোজা চলে যান মুজিবনগর উপজেলা পরিষদের সামনে ইত্যাদি স্টোরের আলা উদ্দীনের কাছে। তখন আলা উদ্দীনের নম্বরে রিং করে ওসি পরিচয় দেয়া ব্যক্তি দুটি বিকাশ নম্বর দেন। ০১৮৬৪-৩০৩০৮৭ নম্বরে ৩৬ হাজার টাকা পাঠিয়ে দিতে আলা উদ্দীনকে অনুরোধ করেন। ওসির বিপদ মনে করে আলা উদ্দীন নিশ্চিত মনে বিকাশ নম্বরে ৩৬ টাকা সেন্ড করেন। পরে এসে টাকা পরিশোধ করবেন বলে আলা উদ্দীনকে জানান তিনি। এর কিছুক্ষণ পরে পুনরায় আরো ৩৫ হাজার টাকা দাবি করেন ওসি পরিচয় দেয়া ওই প্রতারক। আলা উদ্দীনের বিকাশে ব্যালান্স না থাকায় কেদারগঞ্জ বাজারের ফারুক লাইব্রেরিতে যান নজরুল। ফারুক লাইব্রেরির ফারুক হোসেন ওসির সরকারি নম্বরে ফোন দিয়ে বিষয়টি নিশ্চিত হতে চান। ওসির সাথে কথা বললে প্রতারণার বিষয়টি ধরা পড়ে।