যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্সে পুলিশ খুন

মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্সে গ্রেফতার একজনকে কারাগারে নেয়ার পথে গুলিতে শহরটির এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার পুলিশের গাড়িতেই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন নিউ অর্লিন্সের পুলিশ কর্মকর্তারা। হত্যাকাণ্ডের জন্য পুলিশের গাড়িটি থেকে পালিয়ে যাওয়া গ্রেফতারকৃত ট্রাভিস বয়েসকে সন্দেহ করা হচ্ছে। তাকে ফের গ্রেফতারে ব্যাপক অভিযান শুরু করা হয়েছে। পিঠমোড়া করে হাতকড়া পরানো বয়েসকে গাড়িতে উঠিয়ে নিউ অর্লিন্সের প্যারিশ কারাগারে দিকে রওয়ানা হয়েছিলেন নিহত পুলিশ কর্মকর্তা ড্যারিয়েল হলওয়ে (৪৫)। ২২ বছর ধরে পুলিশে চাকরি করা অভিজ্ঞ এই কর্মকর্তার গাড়িটি একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হওয়ার পর ভিতরে তার গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া যায়। ৩৩ বছর বয়সী বয়েসকে আর গাড়িতে পাওয়া যায়নি, জানিয়েছে পুলিশ।