ঝিনাইদহে হোটেলের তালা ভেঙে ৬০ ভরি স্বর্ণ ও ১১ লাখ টাকা চুরি

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সুইট হোটেল থেকে সংঘবদ্ধ চোরেরা ২টি সিন্দুক থেকে ৬০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১১ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে। গত শুক্রবার গভীর রাতে চোরেরা হোটেলের তালা ভেঙে ২টি সিন্দুক থেকে এ স্বর্ণ ও নগদ অর্থ নিয়ে চম্পট দেয়। এ ঘটনায় পুলিশ মনির হোসেন (২৩), রিপন (১৮), চান মিয়া (২১) ও আরিফ হোসেন (২৫) নামে তিন হোটেল কর্মচারীসহ ৪ জনকে আটক করেছে। গতকাল শনিবার সকালে যশোর ও মাগুরা থেকে ২টি সিন্দুক উদ্ধার করেছে পুলিশ।

ঝিনাইদহ সুইট হোটেলের মালিক আবিদুর রহমান লালু জানান, নিরাপত্তার জন্যে হোটেলের আলাদা একটি কক্ষে তার পরিবারের সকল স্বর্ণ ও নগদ অর্থ সিন্দুকের ভেতরে রেখে দেন। গত শুক্রবার গভীররাতে হোটেলের ভেতরে তিন কর্মচারী ঘুমিয়ে ছিলো। তাদের পাশ থেকেই চোরেরা তালা ভেঙে সিন্দুকসহ ভেতরে রাখা ৬০ ভরি স্বর্ণ যার আনুমানিক মূল্য ২৪ লাখ টাকা ও নগদ ১১ লাখ টাকা নিয়ে যায়। গতকাল শনিবার ভোরে দোকানের কর্মচারীরা তাকে বিষয়টি জানায়। তিনি পুলিশে খবর দেন। সকালে পুলিশ খবর পেয়ে নৈশপ্রহরী ও হোটেলের তিন কর্মচারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।
এ ব্যাপারে সদর থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, জেলা শহরের সুইট হোটেলে স্বর্ণ ও নগদ অর্থ চুরি হয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অপরদিকে যশোরের রূপদিয়া ও মাগুরার ইছাখাদা থেকে ২টি সিন্দুক উদ্ধার হওয়ার কথা শুনেছেন। কোন চোর সিন্ডিকেট এ ঘটনার সাথে জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে এখন পর্যন্ত মামলা হয়নি।

Leave a comment