চুয়াডাঙ্গা ওলামা পরিষদ ও জাতীয় ইমাম সমিতির ফেতরা নির্ধারণ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদ ও জাতীয় ইমাম সমিতি যৌথসভায় মিলিত হয়ে এবার জনাপ্রতি ৬০ টাকা ফেতরা নির্ধারণ করেছে। মুফতি মুস্তফা কামাল কাসেমী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার সকাল ১০টায় বড় বাজার জামে মসজিদে ওলামা পরিষদের আহ্বানে চুয়াডাঙ্গা জেলার জন্য ফেতরা নির্ধারণী সভার আয়োজন করা হয়। সভায় যৌথ সিদ্ধান্ত মোতাবেক চলতি বছরে জন্য আধা সা অর্থাৎ ১ কেজি ৬৬৬ গ্রাম আটার মূল্য হিসেবে ন্যূনতম সাদকায়ে ফেতর নির্ধারণ করা হয়েছে ৬০ টাকা। তবে অপেক্ষাকৃত ধনীগণ ন্যূনতম ৬০ টাকা হারে ফেতরা আদায় না করে এক সা অর্থাৎ ৩ কেজি ৩৩২ গ্রাম খেজুর, পনির, জব অথবা কিসমিসর মূল্য হিসেবে সাদকায়ে ফেতরা প্রদানের আহ্বান জানানো হয়েছে।

সভায় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনাইদ আল হাবিবি, সাধারণ সম্পাদক মুফতি মুস্তাফা কামাল কাসেমী, ইমাম সমিতির সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, ক্যাডেট স্কীম মাদরাসার পরিচালক মুফতি সিরাজুল ইসলাম, বুজরুকগড়গড়ি মাদররসার নায়েবে মুহতামিম মুফতি আব্দুর রাজ্জাক, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পদক ডা. জেনারুল ইসলাম, আদর্শ মহিলা মাদরাসার পরিচালক মওলানা আব্দুস সামরাদ, ওলামা পরিষদের প্রচার সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, কালিয়া বকরী মাদরাসার মহতামিম মাওলানা মামুনুর রশীদ, আসমানখালী মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা মহিবুল ইসলাম, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা রেজউল করিম, মুফতি শরিফ উদ্দীন, মওলানা জিয়াউর রহমান, মাওলানা মনিরুজ্জামান, হাফেজ শামসুল আলম, হাফেজ মাহফুজুর রহমান, মাওলানা ওলিউল্লাহ, মুফতি শাহ হুজাইফাসহ অনেকে উপস্থিত ছিলেন বলে প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।