২২ ঘণ্টা রোজা যে দেশে!

 

মাথাভাঙ্গা মনিটর: বিশ্বের কোনো কোনো দেশে ধর্মপ্রাণ মুসলমানদের ইফতারের দু ঘণ্টা পরই সেহরি খেতে হয়। অর্থাৎ তাদের জন্য রোজা ২২ ঘণ্টার। অকল্পনীয় মনে হলেও এটাই বাস্তব! এখন নেয়া যাক, বিশ্বের কোনো দেশগুলোতে মুসলমানদের সবচেয়ে লম্বা সময়ের রোজা রাখতে হয়৷

আইসল্যান্ড২২ ঘণ্টা: উত্তর ইউরোপের একটি দ্বীপরাষ্ট্র আইসল্যান্ড। এর মোট জনসংখ্যা ৩,২৩,০০২ জন। এর মধ্যে মাত্র ৭৭০ জন মুসলমান৷ তবে এ ৭৭০ জনের মধ্যে যারা পবিত্র রমজান মাসে সিয়াম সাধনা করেন, তারা এক দিক থেকে বিশ্বের আর সমস্ত ধর্মপ্রাণ মুসলমানকে ছাড়িয়ে যান৷ আইসল্যান্ডে এবার সেহরি খেতে হচ্ছে রাত দুটোয় আর ইফতার হয় পরের দিন রাত ১২টায়। সেহরি থেকে ইফতার পর্যন্ত কতো ঘণ্টা হলো? ২২ ঘণ্টা!

সুইডেন২০ ঘণ্টা: খুব গরমের মধ্যে রোজা হলে সুইডেনের মুসলমানদেরও কষ্টের সীমা থাকে না। দেশটির ৫ লাখ মুসলমানের মধ্যে যারা রোজা রাখেন, তাদের ইফতারের মাত্র চার ঘণ্টা পরই সেহরি খেতে হয়। উল্টো দিক থেকে ভাবলে কষ্টটা বুঝা যায়। সুইডেনের মুসলমানদের অনেক দিন সেহরির ২০ ঘণ্টা পর ইফতার খেতে হয়।

আলাস্কা১৯ ঘণ্টা ৪৫ মিনিট: যুক্তরাষ্ট্রের আলাস্কায় ৩ হাজার মুসলমানের মধ্যে কেউ কেউ আজকাল সৌদি আরবের সাথে মিলিয়ে সেহরি আর ইফতার করতে শুরু করেছেন। গ্রীষ্মকালে ভীষণ গরম থাকে সেখানে। তার ওপর কোনো কোনোদিন সূর্যোদয়ের ১৯ ঘণ্টা ৪৫ মিনিট পর সূর্য ডোবে। একেতো তীব্র গরম, তার ওপর এতো লম্বা সময় ধরে রোজা রাখা!

জার্মানি১৯ ঘণ্টা: রমজান মাসের এ সময়ে দিন খুব বড় বলে জার্মানির মুসলমানদেরও রোজা রাখতে ভীষণ কষ্ট হচ্ছে। এ বছর জার্মানিতে সব ধর্মপ্রাণ মুসলমানকে সেহরি খেতে হচ্ছে রাত সাড়ে তিনটায় আর ইফতার রাত দশটায়।

ইংল্যান্ড১৮ ঘণ্টা ৫৫ মিনিট: ইংল্যান্ডে সেহরি থেকে ইফতারের সময়ের পার্থক্য ১৮ ঘণ্টা ৫৫ মিনিট। রমজান শুরুর আগেই তাই মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন নামের একটি সংগঠন এতো দীর্ঘ সময়ের রোজা রাখার আগে ভেবে দেখতে বলেছে। সংগঠনটির আশঙ্কা, এতো লম্বা সময় রোজা রাখলে অনেকে অসুস্থ হয়ে পড়তে পারেন। বিশেষ করে ডায়বেটিসে আক্রান্তদের প্রাণহানির শঙ্কাও দেখা দিতে পারে। ব্রিটেনে এখন প্রায় ২৭ লাখ মুসলমান আছে৷ এর মধ্যে ৩ লাখ ২৫ হাজারই ডায়বেটিসে আক্রান্ত।

কানাডা১৭ দশমিক ৭: এখন প্রায় ১০ লাখ মুসলমান আছে কানাডায়। সবচেয়ে বেশি মুসলমানের বাস টরন্টোতে। এবার কোনো কোনো দিন সেহরির প্রায় ১৮ ঘণ্টা পর ইফতারি খেতে হবে তাদের।
তুরস্কসাড়ে ১৭ ঘণ্টা: মুসলিম প্রধান দেশ তুরস্কেও গরমকালে রোজা রাখতে হয় খুব কষ্ট করে। এবার সেহরির প্রায় সাড়ে ১৭ ঘণ্টা পর ইফতার করতে হচ্ছে ধর্মপ্রাণ মুসলমানদের।

Leave a comment