মিয়ানমার থেকে দেশে ফিরলো আরো ৩৭ বাংলাদেশি

 

স্টাফ রিপোর্টার: মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার আরো ৩৭ বাংলাদেশি অভিবাসীকে ঘুমধুম সীমান্ত দিয়ে ফিরিয়ে আনা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের মিয়ানমার অংশে এক পতাকা বৈঠকের পর তাদের ফেরত আনা হয়। ৩৭ জনের মধ্যে হবিগঞ্জের ১১ জন, কিশোরগঞ্জের আটজন, বগুড়ার সাতজন, সিরাজগঞ্জের পাঁচজন, সুনামগঞ্জের চারজন এবং মাদারীপুর ও জামালপুরের একজন করে রয়েছেন। এর আগে গত ৮ জুন তাদের মধ্যে ১৫০ জনের পরিচয় যাচাই করে তাদের দেশে ফিরিয়ে আনে বিজিবি। এর মধ্যে ৪ জন ছিলো চুয়াডাঙ্গার। যার একজন চুয়াডাঙ্গা জেলা সদরের তিতুদহ ইউনিয়নের গবরগাড়া গ্রামের কিশোর।