ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাত থেকে চলছে যানজট

স্টাফ রিপোর্টার: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গত পরশু বৃহস্পতিবার রাত থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত সড়কের বিভিন্ন জায়গায় যানজট অব্যাহত ছিলো। এতে দুর্ভোগে পড়েছেন মানুষ। মির্জাপুর ট্রাফিক পরিদর্শক সাজেদুল ইসলামের ভাষ্য, এমনিতেই বৃহস্পতিবার ছিলো শেষ কর্মদিবস। তার ওপর রমজানে মানুষ ঘরমুখো ছিলো। এ কারণে গতকাল বিকেল থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। তাছাড়া মির্জাপুরের ধেরুয়া রেলক্রসিংয়ে ও মির্জাপুর বাইপাস স্টেশনে বৃষ্টির কারণে বড় গর্ত হয়। সেখান দিয়ে চলাচলকারী যানবাহনের গতি কমে যায়। ধেরুয়াতে উড়ালসেতু না থাকায় ট্রেন চলাচলের সময় যানবাহন চলাচল বন্ধ থাকে। এসব কারণে যানজট তা টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত ছড়িয়ে পড়ে।