দৌলতপুরে ভুল অপারেশনে গৃহবধূর মৃত্যু

 

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ এলাকায় ভুল অপারেশনে এক গৃহবধূ মারা গেছে বলে অভিযোগ রয়েছে। ওই গৃহবধূ রামকৃষ্ণপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের আয়ের আলীর স্ত্রী।

জানা গেছে, গত সোমবার হোসেনাবাদ এলাকায় অবস্থিত আব্দুল আলীম নামে এ মেডিকেল এসিস্ট্যান্টের মালিকানাধীন মা ক্লিনিকে আয়ের আলীর স্ত্রী সালেহা খাতুনকে (৩৩) জরায়ুর টিউমার অপারেশন করার জন্য ভর্তি করা হয়। এবং বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে অপারেশন করার কথা বলে ওই দিনই মেডিকেল এসিস্ট্যান্ট আব্দুল আলীম নিজেই অপারেশন করেন। এরপর থেকে রোগীর অবস্থার অবনতি হতে থাকে। হাত-পা ও পেট ফুলে যায়। অবস্থা বেগতিক দেখে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে রোগী সালেহা খাতুনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেবার পথে ভেড়ামারার বারমাইল নামক স্থানে তিনি মারা যান বলে নিহতের স্বামী অভিযোগে জানিয়েছেন। এ ব্যাপারে ক্লিনিক মালিক মেডিকেল এসিস্ট্যান্ট আব্দুল আলীমের সাথে কথা বলার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।