দামুড়হুদার জগন্নাথপুর সীমান্তে বিজিবির পতাকা বৈঠক

কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর সীমান্তে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার সকালে দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর মেন পিলার ৯৫-টি শূন্যরেখা বরাবর বেলতলা মাঠে নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবির নেতৃত্ব দেন জগন্নাথপুর বিওপি কমান্ডার হাবিলদার আবুল কালাম এবং বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ৮১ গোংরা ক্যাম্পের কমান্ডার ইন্সপেক্টর এএসআই রাজেদ্র কুমার।

Leave a comment