মাথাভাঙ্গা মনিটর: থাইল্যান্ডেও এক ব্যক্তির দেহে মার্স (মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম) ভাইরাসের উপস্থিতি লক্ষ করা গেছে। দুটি ল্যাবরেটরির দেয়া তথ্যে বৃহস্পতিবার এটা নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী রজতা রাজাতানাভিন। থাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে- ওমান থেকে আসা ৭৫ বছর বয়সী এক ব্যক্তির দেহে ভাইরাসটির উপস্থিতি লক্ষ করা গেছে। হূিপণ্ডের সমস্যায় চিকিত্সা করাতে হাসপাতালে আসা ওই ব্যক্তির দেহে ভাইরাসটি পাওয়া যায়। পরিবারের অন্য তিন সদস্যসহ ওই ব্যক্তি থাইল্যান্ডে এসেছেন। মধ্যপ্রাচ্য থেকে অনেক লোক থাইল্যান্ডে চিকিত্সা করাতে আসেন। ওই রোগীসহ বাহির থেকে আসা সব রোগীকে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন রজতা। মধ্যপ্রাচ্যে উত্পত্তি হওয়া মার্স ভাইরাসটি এরই মধ্যে দক্ষিণ কোরিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। দেশটিতে ভাইরাসটির সংক্রমণে এ পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। পর্যবেক্ষণে রাখা হয়েছে ৬ হাজার সাত শতের বেশি লোককে।