যিশুর স্মৃতিবিজড়িত গির্জায় আগুন

 

মাথাভাঙ্গা মনিটর: ইসরায়েলে যিশুখ্রিস্টের স্মৃতিবিজড়িত একটি গির্জায় অগ্নিকাণ্ড ঘটেছে। এতে একটি বইয়ের দোকান ও ওই কমপ্লেক্সের অন্য কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তর ইসরায়েলের গ্যালিলি সাগর তীরবর্তী তাবঘা গ্রামের ওই গির্জায় এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে- এটি নিছক কোনো দুর্ঘটনা নয়- চরমপন্থি ইহুদিদের কাজ। ইসরায়েলের পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে- তাবঘা গির্জার দেয়ালে হিব্রু ভাষায় মূর্তি ছুড়ে ফেলা হবে লেখা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে- এটি ইহুদি চরমপন্থিদের কাজ। এ ঘটনায় ১৬ ইহুদি কিশোরকে আটক করা হলেও জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে  দেয়া হয়। খিস্টানদের বিশ্বাস- এ গির্জায় যিশু তার শিষ্যদের রুটি ও মাছ সংক্রান্ত অলৌকিক ঘটনা দেখিয়েছিলেন। এখানে অল্প কয়েকটি রুটি ও মাছ দিয়ে তিনি প্রায় পাঁচ হাজার লোককে খাইয়েছিলেন। এ কারণে ওই গির্জার নাম মিরাকল অব দ্য লোভস অ্যান্ড ফিশেজ অর্থাৎ রুটি ও মাছের মাজেজা রাখা হয়। প্রতিবছর কয়েক লাখ খ্রিস্টান গির্জাটি পরিদর্শন করে। প্রসঙ্গত, গত বছরও এই গির্জায় চরমপন্থি ইহুদিদের একটি দল হামলা চালায়। এ সময় গির্জার ভেতর  থেকে মূর্তি ও ক্রুস বাইরে ফেলে দেয়া হয় এবং গির্জার বেঞ্চগুলো খালে ফেলে দেয়া হয়।