মাথাভাঙ্গা মনিটর: ভারত-শাসিত কাশ্মিরের অধিকাংশ স্থনে শুক্রবার কারফিউ জারি করা হয়েছে। গোলযোগপূর্ণ এ রাজ্যে সাম্প্রতিক কিছু হত্যাকাণ্ডের প্রতিবাদে পরিকল্পিত একটি বিক্ষোভ কর্মসূচি ঠেকাতে শীর্ষ বিচ্ছিন্নতাবাদী নেতাদের আটক করা হয়েছে। পুলিশ কর্মকর্তা ও বাসিন্দারা জানান, প্রধান নগরী শ্রীনগরের স্কুল ও দোকান-পাট বন্ধ রাখা হয়েছে। রাস্তায় কয়েক শ পুলিশ ও আধা-সামরিক বাহিনীর সদস্যরা টহল দিচ্ছে। এছাড়া কাশ্মির উপত্যকার অন্যান্য স্থানেও একই ধরনের বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। একজন শীর্ষ পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কাউকে কোথাও কোনো প্রতিবাদ মিছিলে অংশ নিতে দেয়া হবে না।