মুজাহিদের সাথে আজ সাক্ষাৎ তার আইনজীবীদের

স্টাফ রিপোর্টার: মানবতাবিরোধী অপরাধে ফাঁসির সাজা পাওয়া জামায়াতে ইসলামীর মহাসচিব আলী আহসান মুহাম্মাদ মুজাহিদের সাথে আজ শনিবার সাক্ষাৎ করবেন তার পাঁচ আইনজীবী। বেলা ১১টার দিকে তারা মুজাহিদের সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাক্ষাৎ করতে পারেন। মুজাহিদের আইনজীবী শিশির মনির বলেন, শনিবার বেলা ১১টার দিকে তারা ঢাকা কেন্দ্রীয় কারাগারে আলী আহসান মুহাম্মাদ মুজাহিদের সাথে দেখা করতে যাবেন। তিনি ছাড়া বাকি চারজন হলেন মসিউল আলম, কামাল উদ্দিন, নাজিবুর রহমান ও মতিউর রহমান আকন্দ। মুক্তিযুদ্ধে বিজয়ের আগমুহূর্তে বাঙালি জাতিকে মেধাশূন্য করার নীলনকশার অংশ হিসেবে বুদ্ধিজীবী নিধনযজ্ঞ চালিয়েছিল পাকিস্তানি সেনা ও গুপ্তঘাতক আলবদর বাহিনী। স্বাধীনতার ৪৪ বছর পর বুদ্ধিজীবী হত্যার দায়ে সেই আলবদর বাহিনীর অন্যতম নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির সাজা বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত।