রক্ত স্বল্পতা থেকে শিশুকে রক্ষায় মেহেরপুরে ওরিয়েন্টেশন

 

মেহেরপুর অফিস: রক্ত স্বল্পতা থেকে শিশুকে রক্ষা করার উপায় এবং পুষ্টিকণার ভূমিকা শীর্ষক এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ব্র্যাকের স্বাস্থ্য. পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির আওতায় মেহেরপুর ব্র্যাক অফিসে ওই ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্র্যাকের মেহেরপুর জেলা প্রতিনিধি মোশারফ হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মেহেরপুর জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. ওবায়দুল ইসলাম পলাশ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর ব্র্যাকের কর্মসূচি সংগঠক ইব্রাহিম রেজা ও শরিফুল ইসলাম। ওরিয়েন্টেশনে সদর উপজেলার বিভিন্ন গ্রামের ২০ জন শিশুর মা অংশগ্রহণ করেন।