চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী গড়াইটুপিতে ৭ আষাঢ় থাকছে নীরব

 

আষাঢ়ের মেলা এবার হবে শ্রাবণে

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী শতবর্ষী গড়াইটুপির অম্রবতীর মেলা প্রতিবছর ৭ আষাঢ় শুরু হলেও এবার তা পিছিয়ে শ্রাবণে নেয়া হয়েছে। পবিত্র রমজানের কারণে মেলা শ্রাবণে করার পরিকল্পনা করেছে মেলার আয়োজকরা। গতবার অবশ্য একই কারণে কিছুটা এগিয়ে নেয়া হয়।

শত বছরেরও বেশি সময় ধরে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গড়াইটুপি গ্রামের মাঠে বটগাছের নিচে মালিক উল গাউছের মাজার উপলক্ষে ভক্তকুল একদিনের জন্য একত্রিত হয়ে দোয়া এবং তোবারক বিতরণ করে থাকতো। সুনির্দিষ্টভাবে কখন থেকে এ নিয়ম চালু হয় তা নিশ্চিত করে জানা না গেলেও প্রতিবছর ৭ আষাঢ় অর্থাৎ ২১ জুনে এ দিনটি পালন করা হতো। গত বছর পবিত্র রমজান মাসের করণে ৭ দিন আগেই মেলা শুরু করে মেলার আয়োজক কমিটি। চলতি বছরে আষাঢ়ের মেলা শ্রাবণে শুরু করার প্রক্রিয়া করছে মেলার ইজারাদাররা। এতে মাজারের ভক্তকুলসহ অনেকেই বিরূপ মন্তব্য করেছে।