মুজিবনগরের ডাকাতের হানা : পুলিশ দেখে বোমা ফাটিয়ে পলায়ন

 

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের কৃষক কছিম উদ্দীনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে এগারটার দিকে ডাকাতিকালে টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে বোমা ফাটিয়ে পালিয়ে গেছে ডাকাত দল। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মহাজনপুর গ্রামের দুলালনগর সড়কের পাশে কছিম উদ্দীনের বাড়িতে রাতে একদল ডাকাত হানা দেয়। পরিবারের সদস্যদের মারধর করে চারটি মোবাইলফোন ছিনিয়ে নেয়। ডাকাতিকালে বাড়ির পাশের সড়ক দিয়ে কোমরপুর পুলিশ ক্যাম্পের একটি টহল দল কছিম উদ্দীনের বাড়ি অতিক্রম করছিলো। বিষয়টি টের পেয়ে ডাকাতরা একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পার্শ্ববর্তী মাঠে নেমে পড়ে। পুলিশের দলটি তাদের ধাওয়া করলে আরো একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। কোমরপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই সুফল কুমার জানান, ফাঁকা স্থানে বোমা বিস্ফোরিত হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পালিয়ে যাওয়া ডাকাতদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।