পশ্চিমবঙ্গে বৃদ্ধ নানকে ধর্ষণ : প্রধান অভিযুক্ত গ্রেফতার

 

মাথাভাঙ্গা মনিটর: ভারতের পশ্চিমবঙ্গে মিশনারি স্কুলে ঢুকে ৭২ বছরের নানকে ধর্ষণের ঘটনায়  প্রধান অভিযুক্ত নজরুলকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। শিয়ালদা স্টেশনে ট্রেন থেকে নামার সময় তাকে গ্রেফতার করা হয়। পশ্চিমবঙ্গ পুলিশের দাবি, ২৮ বছর বয়সী নজরুল বাংলাদেশি। পুলিশ কর্মকর্তা চিত্তরঞ্জন নাগ বলেন, আগে থেকে খবর পেয়ে আমাদের লোকেরা রেলস্টেশনে অপেক্ষা করছিলো। বনগাঁও লোকাল ট্রেন থেকে নামার সাথে সাথেই তাকে গ্রেফতার করা হয়। মিশনারি স্কুলে হামলার পর সীমান্ত এলাকায় সে লুকিয়ে ছিলো। পুলিশের ধাওয়া খেয়ে সে পালিয়ে অন্য কোথাও যাওয়ার চেষ্টা করছিলো। গত ১৪ মার্চ রানাঘাটের চার্চ ও মিশনারি স্কুলে হামলার পর এ পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ওইদিন নানদের কোয়ার্টার্সে ঢোকার আগে স্কুলে ভাঙচুর করে দুর্ষ্কতকারীরা।

Leave a comment