ব্রাজিলের জয়রথ থামল কলম্বিয়ায়

মাথাভাঙ্গা মনিটর: হোসে পেকারম্যানের কথাকেই স্পষ্ট হয়ে উঠেছিল বিষয়টা। কোপা আমেরিকায় ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি ঘিরে কলম্বিয়ান দলের মধ্যে যে প্রতিশোধের আগুন জ্বলছিলো, ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে হাবে- ভাবে সেটাই বুঝিয়ে দিয়েছেন তিনি। সেলেসাওদের ১-০ গোলে হারিয়ে এক বছর আগে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে হারের প্রতিশোধটা তো নেওয়া হয়েছেই, টানা ১১ ম্যাচ জিতে আকাশে উড়তে থাকা কার্লোস দুঙ্গার দলকে নামিয়ে আনা গেছে মাটিতেও। তবে শোধ-প্রতিশোধের আগুন জ্বলতে থাকা ম্যাচটির শেষটা মোটেও খেলা-সুলভ হয়নি। ধাক্কা-ধাক্কি, মারামারিতে দুই লালকার্ডের কলঙ্কে যবনিকা ঘটা এ ম্যাচে ব্রাজিলের পরাজয় ছাপিয়েও মূর্ত হয়ে ওঠে নেইমারের লালকার্ড। ব্রাজিলীয় তারকার অহেতুক মাথা গরমের এ পরিণতি হয়তো শেষই করে দিতে বসেছে তাঁর কোপা আমেরিকা-স্বপ্নকে।

কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ শেষে প্রতিপক্ষের খেলোয়াড়দের সাথে অকারণে বিবাদে জড়িয়ে লালকার্ড পাওয়াটা ভুল ছিলো বলে স্বীকার করেছেন নেইমার। তবে অনুতপ্ত ব্রাজিল অধিনায়ক মনে করেন, এটা খেলারই অংশ।