মেহেরপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে জেলা ছাত্রলীগ

মেহেরপুর অফিস: ২০১৫ সালের এসএসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করেছে মেহেরপুর জেলা ছাত্রলীগ। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন।

জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল রানার সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. গোলাম রসুল, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক কেএম আতাউল হাকিম লাল মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান মফিজ, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর থানা ছাত্রলীগের সভাপতি জুলফিকার আলী, সহসভাপতি রিঙ্কু, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম আনন্দ, শহর ছাত্রলীগের সভাপতি মাহফিজুর রহমান পোলেন, কলেজ ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদ, সাধারণ সম্পাদক কুদরুত-ই খোদা রুবেল প্রমুখ। অতিথিবৃন্দ এএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত জেলার ২১০ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠান শেষে সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।