দালালচক্রের দৌরাত্ম্য থেকে রেহাই পেতে পল্লি বিদ্যুত সমিতির সচেতনতামূলক মাইকিং

 

আলমডাঙ্গা ব্যুরো: দালালচক্রের দৌরাত্ম্য থেকে রেহাই পেতে অবশেষে পল্লি বিদ্যুত সমিতির আলমডাঙ্গা জোনাল অফিস গ্রামে গ্রামে সচেতনতামূলক মাইকিং শুরু করেছে।

জানা গেছে, আলমডাঙ্গা অঞ্চলে পল্লি বিদ্যুত সমিতিকে ঘিরে গ্রামে গ্রামে দালালচক্র গড়ে উঠেছে। পল্লি বিদ্যুতের সংযোগ দেয়ার প্রতিশ্রুতি দিয়ে এ দালালচক্র গ্রাহক সাধারণের নিকট থেকে অবৈধভাবে হাতিয়ে নিচ্ছে নির্ধারিত অঙ্কের চেয়ে ৫/৭ গুণ বেশি অর্থ। এ সকল দালালের ফাঁদে পড়ে শ শ গ্রাহক সর্বস্বান্ত হচ্ছে। অনেকে আবার দালালের চাহিদামাফিক মোটা অঙ্কের অর্থ দিয়েও সংযোগ পাচ্ছেন না। দালালচক্র বিভিন্ন মিথ্যা প্ররোচনা চালিয়ে গ্রাহক সাধারণকে সরাসরি অফিস যেতে নিরুৎসাহিত করে থাকে। দালালচক্রের ঘেরাটোপ থেকে গ্রাহক সাধারণকে রক্ষা করার উদ্দেশে গতকাল থেকে আলমডাঙ্গার প্রত্যন্ত গ্রামে গ্রামে সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে। এক সপ্তা ধরে চলবে এ ধরনের মাইকিং। বিদ্যুত সংযোগ পেতে দালাল, ইলেকট্রিশিয়ান, গ্রাম উপদেষ্টা, উপদেষ্টা প্রতিষ্ঠান কিংবা ঠিকাদারি প্রতিষ্ঠানসহ কারো কাছে ধর্না না দিয়ে সরাসরি অফিসে যোগাযোগ করতে অনুরোধ করে এ মাইকিং করা হচ্ছে। অফিসে শুধু নির্ধারিত অর্থ প্রদান করলে তার রসিদ বুঝে নেয়ারও অনুরোধ জানানো হচ্ছে। রসিদবিহীন কাউকে টাকা দিতে নিষেধ করা হচ্ছে।