দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ২০১৪-২০১৫ অর্থবছরে দামুড়হুদা উপজেলাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যায়নরত আদিবাসী জনগোষ্ঠীর প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও গ্রাজুয়েশন শ্রেণির শিক্ষার্থীদের অনুকূলে বৃত্তিমূলক শিক্ষা সহায়তার চেক প্রদান করা হয়। প্রাথমিক পর্যায়ে ২৬ জন, মাধ্যমিক পর্যায়ে ৬ জন, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২ জন ও গ্রাজুয়েশন পর্যায়ে ২ জন মোট ৩৬ জন শিক্ষার্থীদের মাঝে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান ১ লাখ ৫৩ হাজার ৬শ টাকার চেক বিতরণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন নাজির হামিদুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা আইসিটি টেকনিশিয়ান খাইরুল কবির দিনার।