মুরসির মৃত্যুদণ্ড বহাল

মাথাভাঙ্গা মনিটর: কারাগার ভেঙে পালানোর দায়ে মিসরের ক্ষমতাচ্যুত ইসলামপন্থি প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন সে দেশের একটি আদালত। এ মামলায় গত ১৬ মে মুরসিসহ অন্তত ১০০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আদালত।
এছাড়া গুপ্তচরবৃত্তি ও ষড়যন্ত্রের অন্য একটি মামলায় আজ মুরসিসহ ১৭ জনকে যাবজ্জীবন ও ১৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন অন্য একটি আদালত। মিসরের নিয়মানুযায়ী মৃত্যুদণ্ডের রায়ের পর দেশটির গ্র্যান্ড মুফতির সাথে রায়ের বিষয়ে আলোচনা করা হয়। ইসলামিক আইনের বিষয়ে মুফতি দেশটির সরকারকে পরামর্শ দিয়ে থাকেন। মুফতির পরামর্শ অনুযায়ী গতকাল মঙ্গলবার মৃত্যুদণ্ড বহাল রাখেন আদালত। তবে এ রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে। যদিও তিনি ওই আদালতকেই অবৈধ আখ্যা দিয়েছেন। এ রায়ে আরও মৃত্যুদণ্ড হয়েছে মুসলিম ব্রাদারহুড নেতা মোহাম্মদ বাদায়ি এবং তার সহকারী খয়রাত আল-শাতেরের। তবে সাজাপ্রাপ্ত অন্যদের অনেকেই পলাতক। তাদের মধ্যে রয়েছেন কাতারে বসবাসরত ইসলামি নেতা ইউসুফ আল-কারাদাওয়ি। হত্যা এবং পুলিশ অপহরণের দায়ে বাদায়ি আরেকটি মামলার বিচারে মৃত্যুদণ্ড পেয়েছেন।