আলমডাঙ্গার মেয়ে রজনী দেশাত্ববোধক গানে সারাদেশে ৩য়

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার রায়সা গ্রামের দরিদ্র মাছব্যবসায়ী লিটন আলীর মেয়ে রজনী খাতুন এবার আন্তপ্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় দেশাত্ববোধক গানে সারা দেশে ৩য় হওয়ার গৌরব লাভ করেছে। সে গত বছর বিটিভির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে লালন ও নজরুল সঙ্গীতে যথাক্রমে ২য় ও ৩য় স্থান অর্জন করেছিলো।
সকলেই বিশ্বাস করতো রজনী একদিন দেশ মাতাবে। গ্রামবাসীর উৎসাহে লিটন আলী মেয়ে রজনীকে সাথে নিয়ে গত দু বছর আগে গ্রাম ছেড়ে আলমডাঙ্গা শহরে ছোট একটি ঘর ভাড়া করে বসবাস শুরু করেন। মেয়েকে আলমডাঙ্গা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করেন। সাথে লালিত স্বপ্ন পূরণ করতে ভর্তি করেন আলমডাঙ্গা কলাকেন্দ্রে। লেখাপড়ার পাশাপাশি কলাকেন্দ্রের দু কর্ণধার ইকবাল হোসেন ও রেবা সাহা অপত্য স্নেহে রজনী খাতুনকে সঙ্গীতে তালিম দিয়ে আসছেন। নিজ খরচে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করাচ্ছেন। তাদের নিরলস প্রচেষ্টায় রজনী ধীরে ধীরে স্বপ্ন পূরণের দিকে এগিয়ে চলেছে।
এ বছর আন্তঃপ্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় সে আলমডাঙ্গা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অংশ গ্রহণ করে। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রত্যেকটি প্রতিযোগিতায় সে ১ম স্থান অর্জন করে। গত ১২ জুন ঢাকায় অনুষ্ঠিত আন্তঃপ্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে সে দেশাত্ববোধক গানে সারাদেশে ৩য় স্থান অর্জন করেছে। পরদিন ঢাকাস্থ মিরপুরের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাকে সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মেজবাহ-উল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন। গত বছর সে বিটিভির সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে লালন ও নজরুল সঙ্গীতে যথাক্রমে ২য় ও ৩য় স্থান লাভের গৌরব অর্জন করে।

Leave a comment