সেভ দ্য চিলড্রেন বন্ধ করছে না পাকিস্তান

মাথাভাঙ্গা মনিটর: আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিল্ড্রেন নিষিদ্ধের নির্দেশ স্থগিত করেছে পাকিস্তান সরকার। একটি গণমাধ্যমের খবরে গতকাল রোববার একথা বলা হয়েছে। দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সেভ দ্য চিলড্রেনকে দেশ থেকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছিলো পাক সরকার। ইসলামাবাদে সংস্থাটির প্রধান কার্যালয় বন্ধও করে দিয়েছিলো পুলিশ।

এর কয়েকদিনের মাথায়ই সে সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয়। তবে এর কারণ কি সে ব্যাপারে মন্ত্রণালয় কিছু জানায়নি এমনকি এ ব্যাপারে কোনো মন্তব্যও করেনি। এর আগে পাকিস্তান এ সংস্থাটিকে ভুয়া টিকাদান কর্মসূচির আড়ালে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের অবস্থান চিহ্নিত করার ব্যাপারে সিআইএ-এর সাথে জড়িত থাকার দাবি করে। কিন্তু সংস্থাটি বরাবরই সিআইএ কিংবা পাকিস্তানি চিকিৎসক শাকিল আফ্রিদির সাথে কোনো ধরনের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে। সরকারের নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিবিসিতে গতকাল রোববার বক্তব্য দিয়েছেন সেভ দ্য চিলড্রেনের মুখপাত্র। সংস্থাটিতে কাজ করে প্রায় ১২শ’ পাকিস্তানি কাজ করে। তবে গত ১৮ মাস থেকে কোনো বিদেশি এ সংস্থায় কাজ করেনি।