ডালাসে হামলাকারী পুলিশের গুলিতে নিহত

 

মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের ডালাসে পুলিশ সদর দফতরে হামলাকারী একজন পুলিশের গুলিতে নিহত হয়েছে। গত শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে ডালাস পুলিশ সদর দফতরে বন্দুক হামলার ঘটনা ঘটে। ডালাস পুলিশ প্রধান ডেভিড ব্রাউন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছেন, হামলাকারী একটি ভ্যানে চড়ে পুলিশের একটি গাড়িকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে। এর পরই কয়েকটি গাড়ি নিয়ে পুলিশ ওই ভ্যানটিকে প্রায় ১৪ কিলোমিটার ধাওয়া করে। হামলাকারীর গাড়িটি একটি কার পার্কিং এলাকায় পুলিশের গুলিতে অকেজো হয়ে যায়। সেখানেই পুলিশের একজন স্নাইপারের গুলিতে তিনি নিহত হন। সেখানে পুলিশের সাথে আলোচনার এক পর্যায়ে স্নাইপাররা তাকে গুলি করে।

পুলিশে কাছে হামলাকারী তার নাম জেমস বোলওয়ার বলে জানিয়েছেন। ওই স্বেতাঙ্গ হামলাকারী কোন সন্ত্রাসী সংগঠনের সাথে জড়িত ছিলেন না বলে ডালাস পুলিশ প্রধান ডেভিড ব্রাউন নিশ্চিত করেছেন। হামলাকারী পুলিশকে জানিয়েছিলেন, তার সন্তানকে পুলিশ নিয়ে যাওয়ার কারণে তিনি পুলিশের ওপর বদলা নিতে হামলা চালান।