প্রধানমন্ত্রীর ছবি দিয়ে ব্যঙ্গাত্বক ভিডিও : যুবকের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার: কুমিল্লার চান্দিনা উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিয়ে ব্যঙ্গাত্বক ভিডিও নির্মাণ ও বাজারজাত করার অপরাধে মহিব উল্লাহ (২৭) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন চৌধুরী ওই বখাটে যুবকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড প্রদান করেন। মহিব উল্লাহ উপজেলার মাইজখার ইউনিয়নের আওরাল গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় বদরপুর বাজারের একটি মোবাইল ও কম্পিউটার দোকানদার। চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী জানান, মহিব উল্লাহ বদরপুর বাজারে মা টেলিকম নামে একটি মোবাইল ফোন ও কম্পিউটারের দোকানের ব্যবসার আড়ালে রাষ্ট্রের বিখ্যাত ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গুণীজনদের ছবির গলা কেটে অশালীন ও ব্যঙ্গাত্বক শরীরে স্থাপন করে তা বাজারজাত করতেন।