দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে মহিলা মাদকপাচারকারীর জেল

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় বিজিবির হাতে আটক শিখা ওরফে মুক্তা (২৫) নামের এক মাদকপাচারকারীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত মাদকপাচারকারী শিখা ওরফে মুক্তা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের কামাল হোসেনের স্ত্রী।
বিজিবি জানায়, গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বর্ডারগার্ড ব্যাটালিয়ানের দর্শনা নিমতলা বিজিবি ক্যাম্পের টহল কমান্ডার নায়েক কাজী হান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১১ বোতল ফেনসিডিল ও ২০ বোতল থ্রি-এক্স রাম মদসহ শিখা ওরফে মুক্তাকে আটক করেন। পরে বিকেল ৫টার দিকে শিখা ওরফে মুক্তাকে ফেনসিডিল ও মদসহ দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নেয়া হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার অভিযুক্ত মাদকপাচারকারী শিখা ওরফে মুক্তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০এর ২২ (ঘ) ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। উপজেলা নির্বাহী অফিসারের সিএ ফয়জুল ইসলাম, উপজেলা আইসিটি টেকনিশিয়ান খাইরুল কবির দিনার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহায়তা করেন।