প্রচারণা যুদ্ধে জিতে যাচ্ছে আইএস

 

মাথাভাঙ্গা মনিটর: মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, প্রচারণা যুদ্ধে জিতে যাচ্ছে ইসলামি স্টেট (আইএস)। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক অভ্যন্তরীণ সমীক্ষায় আইএসের এ ‘ম্যাসেজ মেশিন’র বিরুদ্ধে ওবামা প্রশাসন ও তার বিদেশি মিত্ররা যে লড়াই চালিয়ে যাচ্ছে তার একটি বিরস চিত্র তুলে ধরা হয়েছে। ইসলামি ওই জঙ্গি গ্রুপটির বিরুদ্ধে সামাজিক গণমাধ্যমে প্রচারণা চালানোর পরিকল্পনা নেয়া হচ্ছে পররাষ্ট্র দফতরের এমন ইঙ্গিতের এক মাসের মাথায় এ বিষয়টি উঠে আসে। সমীক্ষাটিতে আরো বলা হয়, ইসলামি স্টেটের সহিংসতা ও অন্যান্য বিস্তারিত খবর প্রতিদিন হাজারো বার্তার মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া হচ্ছে। যা বিশ্বের বেশকিছু ধনী ও প্রযুক্তিগতভাবে অধিকতর এগিয়ে থাকা দেশগুলোর ওপর কার্যকর প্রভাব ফেলছে।

বর্তমানে ইসলামি স্টেট জঙ্গিদের বিরুদ্ধে সামরিক অভিযান ঝিমিয়ে পড়ায় ব্যাপক সমালোচনার মুখে সমীক্ষাটি করা হয়। সম্প্রতি আইএস যোদ্ধারা ইরাকের রামাদি শহর দখলে নিয়েছে। এছাড়াও ফালুজা ও মসুল শহরও তাদের নিয়ন্ত্রণে রয়েছে।