আফগানিস্তানে তালেবান হামলায় ১৭ পুলিশ নিহত

 

মাথাভাঙ্গা মনিটর: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে থানায় হামলা চালিয়ে অন্ততপক্ষে ১৭ পুলিশকে হত্যা করেছে তালেবান বিদ্রোহী-জঙ্গিরা। হামলায় বহু তালেবান বিদ্রোহী অংশ নিয়েছে বলে গতকাল শনিবার জানিয়েছে পুলিশ। হেলমান্দের তালেবানঅধ্যুষিত মুসা কালা জেলায় শুক্রবার রাতে এ হামলার ঘটনাটি ঘটে।  জেলার পুলিশ প্রধান মোহাম্মদ ঈশা টেলিফোনে বলেছেন, চারদিক ঘিরে ফেলে থানাটিতে গুলি শুরু করে। কয়েক ঘণ্টার বন্দুকযুদ্ধে ১৭ জন পুলিশ নিহত হয়েছেন। এ সময় দশ বিদ্রোহীও নিহত হয়েছেন বলে দাবি করেছেন ঈশা। যুক্তরাষ্ট্র এখন আর তালেবান বিদ্রোহীদের ওপর বিমান হামলা পরিচালনা করে না। এ সুযোগে চলতি বছর সরকারি দপ্তরগুলোতে হামলা বাড়িয়ে দিয়েছে তালেবান জঙ্গিরা। দেশটির প্রত্যন্ত অঞ্চলের অনেক এলাকা তাদের দখলেও চলে গেছে। দুর্বল প্রশিক্ষণপ্রাপ্ত সামান্য অস্ত্রশস্ত্রে সজ্জিত পুলিশেরাই তালেবানের হামলা প্রথম মোকাবেলা করে। প্রায়ই প্রত্যন্ত অঞ্চলে মোতায়েন করা পুলিশ বাহিনীর সদস্যরা তালেবান হামলায় মারা পড়ছেন। তালেবান হামলায় পুলিশের তুলনায় আধুনিক সমরাস্ত্রে সজ্জিত সেনাবাহিনী সদস্যদের মৃত্যুর সংখ্যা অনেক কম। কাবুলের যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারকে উৎখাত করে দেশে ইসলামি শরিয়া আইন প্রবর্তন করতে চায় তালেবান বিদ্রোহীরা।