দামুড়হুদার বিষ্ণুপুরে স্থায়ী পুলিশ ক্যাম্পের উদ্বোধনকালে পুলিশ সুপার রশীদুল হাসান

এলাকায় সন্ত্রাস নির্মূলে এ ক্যাম্প অগ্রণী ভূমিকা রাখবে
বখতিয়ার হোসেন বকুল/জহির রায়হান: দামুড়হুদার বিষ্ণুপুরে পুলিশ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচনের মধ্যদিয়ে স্থায়ী ওই পুলিশ ক্যাম্পের নিজস্ব ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ফলক উন্মোচন শেষে দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামানের সভাপতিত্বে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার রশীদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, দামুড়হুদা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. রফিকুল আলম রান্টু, জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রেজাউল হক। উপস্থিত ছিলেন পুলিশ ক্যাম্প নির্মাণ কমিটির সভাপতি মতিয়ার রহমান মতি, সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন, আওয়ামী লীগ নেতা কুতুব উদ্দিন, আব্দুল মান্নান, মখলেছুর রহমান, সাইফুল ইসলাম ও ইউপি সদস্য খোকন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, আপনাদের দীর্ঘদিনের প্রত্যাশা আজ বাস্তবায়ন হতে চলেছে। আজ থেকে আর ইব্রাহিমপুরে নয় এই ক্যাম্পেই থাকবে কর্মরত পুলিশ সদস্যরা। এ গ্রামে পুলিশ ক্যাম্প স্থাপনে যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতা করেছেন তাদের সকলকে তিনি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আরো বলেন, শুধু পুলিশ ক্যাম্প স্থাপন করলেই এলাকা সন্ত্রাসমুক্ত হবে না। এলাকা সন্ত্রাসমুক্ত করতে হলে আগে জনগণকে সচেতন করতে হবে। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। এলাকার কোথাও কোনো ঘটনা ঘটলে আপনারা সাথে সাথে এই ক্যাম্প ইনচার্জকে জানাবেন। থানার ওসিকে জানাবেন। প্রায়োজনে আমাকেও জানাবেন। তাহলেই আর কোনো সন্ত্রাসী মাথাচাড়া দিতে পারবে না। যারা অপরাধী তারা আপনাদের কারো ভাই বা সন্তান। তাদের আপনারা বোঝান। তারা যদি ভালো হওয়ার অঙ্গীকার করে তবে পুলিশ তাদের সুযোগ দেবে। যুগের পরিবর্তন এসেছে। অপরাধী যতোই চালাক হোক না কেন তাদের মোবাইল ট্রাকিঙের মাধ্যমে ধরে ফেলা হবে। শুধু সন্ত্রাস নির্মূল নয়, এলাকার অন্যান্য অপরাধ নির্মূলেও আপনাদের এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তালেব। সার্বিক সহযোগিতায় ছিলেন ইব্রাহিমপুর ক্যাম্প ইনচার্জ এএসআই লুৎফর রহমান।