চুয়াডাঙ্গা পৌরসভা বঙ্গমাতা-বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরসভা পর্যায়ের বঙ্গমাতা-বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। বালক বিভাগে রেলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা বিভাগে হাজরাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা হায়দর আলী প্যাভিলিয়ন (পুরোনো স্টেডিয়াম) মাঠে অনুষ্ঠিত ফাইনালে বালিকা বিভাগে হাজরাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ এমএ বারী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ও বালক বিভাগে রেলবাজার সরকারি প্রাথমিক ১-০ গোলে হাজরাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রেলবাজারের পক্ষে একমাত্র জয়সূচক গোলটি করে ৬নং জার্সি পরিহিত গোলাম রসুল। বালক-বালিকা উভয় বিভাগের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আক্তারুজ্জামান মিলনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ও জাতীয় ক্রীড়া সংগঠক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষার অফিসার এহসানুল হাবিব, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক শহিদুল কদর জোয়ার্দ্দার, সাবেক কৃতীফুটবলার আশরাফ জোয়ার্দ্দার সাবু, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক আব্দুস সালাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ইকলাস হোসেন মন্টু, সাধারণ সম্পাদক সামিউল মওলা মুকুল, রেলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ইঞ্জিনিয়র নাসির আহাদ জোয়ার্দ্দার, প্রধান শিক্ষক রেজাউল কবীর ও বালক চ্যাম্পিয়ন দলের প্রধান শিক্ষক লতিফন নেছা লতাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ। প্রতিযোগিতায় বালিকা বিভাগে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করে অঙ্গীকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবা খাতুন ও শ্রেষ্ঠ খেলোয়াড়ের পুরস্কার লাভ করে এমএ বারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাসলিমা খাতুন। বালক বিভাগে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করে রেলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইসমাইল হোসেন ও শ্রেষ্ঠ খেলোয়াড়ের পুরস্কার লাভ করে একই বিদ্যালয়ের মোস্তাফিজুর রহমান। রেলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের কোচ ছিলেন শেখ রাসেল ক্রীড়াচক্রের অধিনায়ক সোহেল। উল্লেখ্য রেলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ৬ বারের মধ্যে ৩ বার চ্যাম্পিয়ন ও ১ বার রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।
প্রধান অতিথি চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন চ্যাম্পিয়ন, রানারআপ দলসহ শ্রেষ্ঠ খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন ও ক্ষুদে ফুটবলারদের সাথে ফটো সেশনে মিলিত হন। গতকালের খেলাগুলো পরিচালনা করেন নাজমুল হক শান্তি, ইকতিয়ার আহম্মেদ, ওবাইদুল হক জোয়ার্দ্দার, শহিদুল কদর জোয়ার্দ্দার, রেজাউল হক রিজু, আব্দুল মালেক, সুমন জোয়ার্দ্দার ও সোহেল কায়েস। আজ একই মাঠে সদর উপজেলা পর্যায়ের বঙ্গমাতা-বঙ্গবন্ধু ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হবে। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আক্তারুজ্জামান মিলন বলেন, আজ রোববার সকাল ৭টায় সদর উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার চ্যাম্পিয়ন দল নিয়ে নকআউট ভিত্তিক প্রতিযোগিতা শুরু হবে। আগামী ১৬ তারিখ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। একই সাথে উদ্বোধনী দিনে ইউনিয়ন চ্যাম্পিয়ন সকল দলকে উপস্থিত থাকার আহবান জানান।