ভালাইপুর-হাটবোয়ালিয়া সড়কে গাছ ফেলে ছিনতাই : পুলিশ থাকায় রয়েলের রক্ষা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার ভালাইপুর-হাটবোয়ালিয়া সড়কের ভাংবাড়িয়ার অদূরে রাত ১১টা থেকে দীর্ঘ সময় ধরে একদল ছিনতাইকারী তাণ্ডব চালিয়েছে। রাত সাড়ে ৩টার দিকে পুলিশ প্রহরায় রয়েল এক্সপ্রেস ওই সড়কে গেলে ছিনতাইকারীরা সটকে পড়ে। তার আগে ছিনতাইকারীরা দুটি আলমসাধুর যাত্রী, একটি মাইক্রোবাস আটকে নগদ টাকাসহ মূল্যবান মালামাল ছিনিয়ে নিয়ে বেঁধে রাখে। পুলিশ এদের উদ্ধার করার পাশাপাশি সড়কে ফেলে রাখা গাছের গুঁড়ি অপসারণ করে।

ঢাকা থেকে হাটবোয়ালিয়ার উদ্দেশে ছেড়ে আসা রয়েল এক্সপ্রেসের একটি কোচ গতরাত দেড়টার দিকে ভাংবাড়িয়া মাঠ অতিক্রম করার কথা ছিলো। ঘাটে বিলম্ব হওয়ায় কোচটি গতরাত সাড়ে ৩টার দিকে ভালাইপুর হয়ে হাটবোয়ালিয়ার উদ্দেশে রওনা হয়। আসমানখালী থেকে পুলিশি প্রহরায় হাটবোয়ালিয়া যাওয়ার পথে ভাংবাড়িয়া মাঠ নামক স্থানে সড়কে গাছ পড়ে আছে দেখে পুলিশ গাড়ি থামিয়ে দেখে সেখানে একটি মাইক্রো, দুটি আলমসাধু যাত্রীসহ বন্দী রয়েছে। ছিনতাইকারীরা পালিয়েছে। বন্দী আলমসাধু আরোহীদের কয়েকজন বলেন, ডাকাতদল বলে, রয়েল এলেই তোমাদের ছেড়ে দেয়া হবে। কিন্তু রয়েলের আগে যে পুলিশ রয়েছে তা বুঝে ওরা সটকে পড়ে।