বেসরকারি শিক্ষক নিবন্ধন : আজ প্রিলিমিনারি পরীক্ষা

 

স্টাফ রিপোর্টার: বেসরকারি শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। এনটিআরসিএ’র অধীনে স্কুল ও স্কুল পর্যায়-২ এর পরীক্ষা শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা ও কলেজ পর্যায়ের পরীক্ষা বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষক নিয়োগ প্রত্যাশী ৫ লাখ ৩২ হাজার ৫২২ পরীক্ষার্থী এতে অংশ নেবেন। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। স্কুল ও স্কুল পর্যায়-২ এর পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ১৩ জন ও কলেজ পর্যায়ের পরীক্ষার্থী এক লাখ ৮০ হাজার ৫০৯ জন। এবার থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। একসঙ্গে ২ পরীক্ষার পরিবর্তে এখন থেকে আলাদাভাবে প্রিলিমিনারিতে পাস করার পর লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষায় পাস করলেই পাওয়া যাবে সনদ।

আগে স্কুল এবং কলেজ পর্যায়ে দুটি পরীক্ষা এক সাথে ৪ ঘণ্টা ধরে বিরতিহীনভাবে নেয়া হতো। দ্বাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ক্ষেত্রে প্রথম ধাপে ১ ঘণ্টার ১০০ নম্বরের প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় পাস করলে পরীক্ষার্থীরা বর্ণনামূলক পদ্ধতিতে বিষয়ভিত্তিক ১০০ নম্বরের লিখিত পরীক্ষা অংশ নিতে পারবে। বেসরকারি স্কুল ও কলেজে শিক্ষক নিয়োগ পেতে এনটিআরসিএ সনদ বাধ্যতামূলক। নিবন্ধন সনদের মেয়াদ আগে ৫ বছর থাকলেও কয়েক বছরে আগে তা আজীবন করা হয়েছে।