গাছে উঠে জাম পাড়তে গিয়ে পা ভেঙেছে কিশোরীর

 

স্টাফ রিপোর্টার: জ্যৈষ্ঠ তথা মধুমাসের বিদায়, আসছে বর্ষা। মধুমাস মানেই আম, জাম, কাঁঠাল, লিচু, খেজুরসহ হরেক রকম ফলের সমাহার। আর এসব ফলফলাদি পাড়তে গাছে উঠে প্রায় প্রতিবছরই দামাল ছেলে-মেয়েরা আছড়ে পড়ে কেউ ভাঙে হাত, কেউ ভাঙে পা। গতকাল বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা সদরের দীননাথপুর গ্রামের কামাল উদ্দীনের ১২ বছরের কিশোরী কন্যা কাকলী জামগাছে উঠে জাম পাড়তে গিয়ে আছড়ে পড়ে গুরুতর আহত হয়ে এখন হাসপাতালে। কাকলীর পা গুঁড়িয়ে গেছে।