আলমডাঙ্গায় মানববন্ধন কর্মসূচি পালিত

তন্ময় পাল ও তার পিতা মাদকব্যবসায়ী রতন পালের মাদকব্যবসাসহ সকল মাদকস্পট বন্ধের দাবিতে

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার হলুদ সাংবাদিক তন্ময় পাল ও তার পিতা মাদকসম্রাট রতন পালের মাদকব্যবসাসহ সকল মাদকস্পট বন্ধের দাবিতে গতকাল আলমডাঙ্গায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে আলমডাঙ্গা যুবসমাজের ব্যানারে শহরের হাইরোডস্থ আলিফ উদ্দীন মোড়ে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দিয়েছেন আলমডাঙ্গা কলেজ ছাত্রলীগ সভাপতি আশরাফুল আলম, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, সাধারণ সম্পাদক নাহিদ হাসান তমাল, সাবেক কলেজ ছাত্রলীগ সভাপতি সোহেল রানা শাহিন, ছাত্রলীগ নেতা বাদশা, উৎপল, রনি, সুমন, রুবেল, রাশেদ, বাপ্পি, হালিম, বাবলু, কাইয়ুম, মুকুল, সাইফুল, ইমরান, সোহাগ প্রমুখ।

মানববন্ধনে সাবেক কলেজ ছাত্রলীগ সভাপতি সোহেল রানা শাহীন বলেন, আলমডাঙ্গা শহরের সোনাপট্টির শীর্ষ মাদকব্যবসায়ী রতন পাল তার মাদকব্যবসা নিষ্কন্টক করতে ছেলে তন্ময় পালকে স্থানীয় একটি পত্রিকায় সাংবাদিক হিসেবে কৌশলে ঢুকিয়ে দিয়েছে। তারা পত্রিকা হস্তগত করে পুরো উপজেলাজুড়ে হুমকি-ধামকি দিয়ে চাঁদা আদায়ে ব্যস্ত হয়ে পড়েছে। একজন শীর্ষ মাদকব্যবসায়ীর ছেলে সাংবাদিক স্টিকার লাগানো মোটরসাইকেল চড়ে বেড়ায়। মাদকব্যবসায়ী রতনের ছেলে তন্ময় নিউজ করে দেয়ার হুমকি দিয়ে চাঁদা তুলে বেড়ায়। সাংবাদিকতা আর মাদক ব্যবসা এক সাথে চলতে দেয়া হবে না।

বর্তমান কলেজ ছাত্রলীগ সভাপতি আশরাফুল হক বলেন, শহরের কে না জানে রতন পাল ও তন্ময় পাল মাদকব্যবসার সাথে জড়িত। তারপরও কি করে পত্রিকার সম্পাদক যাকে সুশীল সমাজের প্রতিনিধি গণ্য করা হয়, তিনি তাদেরকে সাংবাদিক বানান?

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে তন্ময় পাল কর্তৃক শাপলা সমিতির মালিকের নিকট ৩০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ তুলে আলমডাঙ্গার প্রাণকেন্দ্র সোনাপট্টিতে রতন পালের মাদকব্যবসা বন্ধ করতে ছাত্রলীগ সোচ্ছার হয়েছে। তাদের সাথে যোগ দিয়েছে সাধারণ যুবসমাজ। তারা প্রশ্ন তোলে মাদকব্যবসায়ীর ছেলে কীভাবে সাংবাদিক হতে পারে?

Leave a comment