মূত্রত্যাগ করুন : টাকা নিন

মাথাভাঙ্গা মনিটর: যত্রতত্র মল-মূত্র ত্যাগ ঠেকাতে অভিনব উদ্যোগ নিয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ পৌর করপোরেশন। শহরের গণশৌচাগার ব্যবহার করলে ব্যবহারকারী প্রতিবারের জন্য এক রুপি পাবেন। কর্তৃপক্ষের বিশ্বাস, এতে করে জনসম্মুখে মল-মূত্র ত্যাগ করার প্রবণতা কমবে।

গতকাল মঙ্গলবার এএফপির খবরে জানানো হয়, ওই পৌর করপোরেশনের আওতাধীন ৩০০টি গণশৌচাগারেই পর্যায়ক্রমে এ ব্যবস্থা চালু করা হবে। পৌর করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা বিবেক জোশি বলেন, প্রাথমিক পর্যায়ে ৬৭টি গণ শৌচাগারে এ সুবিধা দেয়া হবে। সেখানে থাকা কর্মচারীরা প্রত্যেক ব্যবহারকারীকে এক রুপি করে দেবেন। এ প্রকল্প সফল হলে তা পৌর করপোরেশনের ৩০০টি গণ শৌচাগারেই চালু করা হবে।