ভারতে বন্দুকযুদ্ধে ১২ মাওবাদী নিহত

 

মাথাভাঙ্গা মনিটর: ভারতের পূর্বাঞ্চলীয় একটি প্রত্যন্ত জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে ১২ মাওবাদী নিহত হয়েছে। মঙ্গলবার পুলিশ জানায়, বিদ্রোহীদের শক্তিশালী ঘাঁটি ঝারখণ্ড রাজ্যে গত সোমবার রাতে সন্দেহভাজন গেরিলাদের একটি গ্রুপকে বাধা দেয়ার চেষ্টা করলে তাদের সাথে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বন্দুকযুদ্ধ হয়। পালামৌতে পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল হেমন্ত তপ্পু বলেন, মাওবাদী বিদ্রোহী সদস্যদের বাধা দেয়ার চেষ্টা করলে তারা গুলি করা শুরু করে।

তিনি বলেন, এ সময় আমরাও পাল্টা গুলি ছুঁড়ি। প্রায় ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে মাওবাদী বিদ্রোহীদের ১২ সদস্য নিহত হয়। ১৯৬০’র দশকে ভারতে মাওবাদী বিদ্রোহ শুরু হয়। এতে হাজার হাজার লোকের প্রাণহানি ঘটে। বিদ্রোহীদের দাবি, তারা স্বায়ত্বশাসনের জন্য লড়াই করে যাচ্ছে।