ফেনসিডিলের মহাজনকে ফাঁকি দিতে ছিনতাইয়ের নাটক?

দর্শনা রেলগেটে গোয়েন্দা পুলিশ পরিচয়ে ৪০ লাখ টাকা ছিনতাইয়ের নেপথ্য নিয়ে নানা গুঞ্জন

 

দর্শনা অফিস: ভারতের গেদের এক মহাজনের কাছ থেকে কিছুদিন আগে অর্ধকোটি টাকার একটি ফেনসিডিলের চালান আনে এলাকার চিহ্নিত একটি চক্র। এলাকার একাধিকসূত্র এ তথ্য জানিয়ে বলেছে, ভারতীয় মহাজনকে টাকা পরিশোধ করার আগে টাকা ছিনতাইয়ের নাটক সাজানো হয়েছে বলে গুঞ্জন রয়েছে। অয়ন ও আব্বাস নামের দুজন গোয়েন্দা পুলিশের অফিসার সাজে বলেও জোরালো গুঞ্জন রয়েছে এলাকায়। ।

গত ৩১ মে রোববার দুপুর দেড়টার দিকে সনাতন ও সাইফুল দর্শনা-চুয়াডাঙ্গা মহাসড়কের রেলগেট নামক স্থানে শুরু করে কান্নাকাটি। তারা বলে, যাত্রীবাহী বাস থেকে গোয়েন্দা পুলিশের পরিচয়ে তাদেরকে নামিয়ে নিয়ে তাদের কাছে থাকা টাকা হাতিয়ে নেয়। তারা অভিযোগ করে বলে, গোয়েন্দা পুলিশের পরিচয় দিয়ে তাদের কাছে থাকা ব্যাগের ৪০ লাখ নিয়ে গেছে। এ টাকা গরুব্যবসায়ী ইমান আলীর বলে দাবি করে তারা। ইসলামী ব্যাংকের চুয়াডাঙ্গা শাখায় টাকা জমা দেয়ার জন্য নেয়া হচ্ছিলো। সনাতন ও সাইফুলের রহস্যজনক আচরণে সন্দেহ দানা বাঁধে পুলিশের। গোয়েন্দা পুলিশ ও স্থানীয় পুলিশ রহস্য উদঘাটনে শুরু করে তদন্ত। পুলিশি তদন্তে রহস্য উদঘাটন হয়েছে কি-না তা পরিষ্কারভাবে কেউ না বললেও গোয়েন্দা পুলিশের এসআই ইব্রাহিম আলী বলেছেন, এখনো তদন্ত চলছে। গুঞ্জন রয়েছে, ঘটনার দিন সকালে মনোহারপুর শিমুলতলা গুচ্ছগ্রামে বসে ৭ জন মাদককারবারী ৪০ লাখ টাকা ভাগ বাটোয়ারা করে নেয়। তবে ঘটনার ১০ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো পর্যন্ত ঘটনার সাথে জড়িত কাউকেই গ্রেফতার করতে পারেনি।