জীবননগর ব্যুরো: নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জীবননগর লক্ষ্মীপুরে মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ব্র্যাকের সহযোগিতায় লক্ষ্মীপুর পল্লি সমাজ গতকাল মঙ্গলবার এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর বাবু মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুর পল্লি সামজ সভানেত্রী ছকিনা খাতুনের সভাপতিত্বে মানববন্ধন শেষে অনুষ্ঠিত আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক কাজী সামসুর রহমান চঞ্চল ও ব্র্যাকের ফিল্ড অফিসার শাহাবুদ্দিন, লক্ষ্মীপুর পল্লি সমাজের সাধারণ সম্পাদক আরজিনা খাতুন, সদস্য আমেনা খাতুন, মমতাজ বেগম, নূরজাহান বেগম ও মনোয়ারা খাতুন। বক্তারা নারী ও শিশুর ওপর সকল প্রকার নির্যাতন বন্ধ করে নারীকে বিকশিত করার সুযোগ সৃষ্টির আহ্বান জানান।